ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তির পঞ্চম মেধা তালিকা এবং বিশেষ কোটা ও মাইগ্রেশন প্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এসব ভর্তিচ্ছুদের আগামী ২৫ ও ২৬ নভেম্বরের মধ্যে ভর্তি সম্পন্ন করতে বলা হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রাকাশিত ভর্তি বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক শ্রেণীতে ভর্তির জন্য জিএসটি গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষায় পঞ্চম মেধা তালিকা, বিশেষ কোটা ও মাইগ্রেশন প্রাপ্ত বিভাগে প্রাথমিক ভর্তি নিশ্চয়নকারী শিক্ষার্থীদের আগামী ২৫ ও ২৬ নভেম্বর অফিস চলাকালীন সময়ে প্রাপ্ত বিভাগে উপস্থিত হয়ে চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
এতে আরও বলা হয়, ইতোপূর্বে কোন বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করে থাকলে এবং পঞ্চম পর্যায়ে জিএসটি এর অন্য কোন বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন হলে পরবর্তী বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে। তবে মূল কাগজপত্র এখন স্থানান্তরের প্রয়োজন নেই। সেক্ষেত্রে পূর্বে ভর্তিকৃত বিশ্ববিদ্যলয়ে চূড়ান্ত ভর্তি বাবদ প্রদেয় অর্থ ফেরত প্রদানের বিষয়ে জিএসটির সিদ্ধান্ত মোতাবেক পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এর মাধ্যমে জানানো হবে।
প্রসঙ্গত, টাকা জমাদান, বিশেষ কোটা ও মাইগ্রেশানের বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (iu.ac.bd) পাওয়া যাবে।
বিডি প্রতিদিন/আশিক