ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রথম বর্ষের শিক্ষার্থী আফসানা করিম রাচির মৃত্যুর ঘটনায় জড়িত রিকশা চালককে অবিলম্বে গ্রেফতারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে অবরোধ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
আজ রবিবার সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে জমায়েত হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে গিয়ে প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা লাগিয়ে দেয় শিক্ষার্থীরা। পরে দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, আমরা ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলাম খুনি রিকশাচালককে গ্রেফতারসহ আমাদের ১১ দফা দাবি বাস্তবায়ন করার জন্য। কিন্তু এতে আমরা কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। তাই আজকে প্রশাসনিক ভবনে তালা দিয়েছি। পরবর্তীতে প্রশাসন আগামী ২ দিনের মধ্যে দাবিগুলো বাস্তবায়ন হবে বলে আশ্বাস দিলে আমরা অবরোধ সাময়িকভাবে তুলে নিয়েছি।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবিগুলো অত্যন্ত যৌক্তিক। এগুলো বাস্তবায়নের জন্য প্রশাসন সর্বোচ্চ কাজ করছে। ইতোমধ্যে তাদের কিছু দাবি বাস্তবায়ন করতে পেরেছি। বাকি দাবিগুলো আগামী দুই দিনের সমাধান করার চেষ্টা করব। পুলিশ ঘাতক রিকশাচালককে গ্রেফতারের চেষ্টা করছে। এ জন্য যেকোনো ধরনের সহায়তা করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রস্তুত রয়েছে।
গত ১৯ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে জাবির নতুন কলা ও মানবিকী অনুষদের সামনের সড়কে রিকশার ধাক্কায় গুরুতর আহত হন আফসানা করিম রাচি। পরবর্তীতে তাকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। এদিকে, আফসানার মৃত্যুর ঘটনার পর থেকে ঘাতক রিকশাচালককে গ্রেফতারসহ ১১ দফা দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন কর্মসূচি পালন করে আসছে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের (৫৩ ব্যাচ) শিক্ষার্থীরা।
বিডি প্রতিদিন/নাজমুল