ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ড. ওয়াজেম মিয়া বিজ্ঞান ভবনে চুরি করার সময় নিরাপত্তা কর্মকর্তার হাতে দুইজন চোর ধরা পড়েছে। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।
রবিবার (২৪ নভেম্বর) বেলা ১ টার দিকে ওয়াজেদ মিয়া ভবনে এ ঘটনা ঘটে।
চোর দুইজন হলো- কুষ্টিয়া সদর উপজেলার গিয়াস আলীর ছেলে হায়দার আলী (২৭) ও কুমারগাড়া গ্রামের আব্দুল মোতালেবের ছেলে নাহিদ হাসান ধ্রুব (২৫)।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ড. ওয়াজেম মিয়া বিজ্ঞান ভবনের তৃতীয় তলার বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ওয়াশরুমের ট্যাপ চুরির সময় হাতেনাতে চোরকে ধরে বিশ্ববিদ্যালয় সিকিউরিটি অফিসাররা। এর আগে বিশ্ববিদ্যালয়ের বিবিএ ফ্যাকাল্টি ভবন, রবীন্দ্র-নজরুল কলা ভবন, টিএসসিতে ট্যাপ ও ফিটিংস চুরির ঘটনার দায় স্বীকার করেন।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় সিকিউরিটি অফিসার মিজানুর রহমান বলেন, 'আমরা বেলা ২ টার দিকে যেয়ে তাদেরকে হাতেনাতে ধরি। তাদেরকে পুলিশে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বসে সিদ্ধান্ত নেবেন। তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হবে।’
বিডি প্রতিদিন/এমএস