রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) খেলা নিয়ে সংঘর্ষের ঘটনায় মার্কেটিং ও আইন বিভাগকে খেলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৮ নভেম্বর বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৪-২০২৫ এ আইন বিভাগ ও মার্কেটিং বিভাগের অনুষ্ঠিত খেলাকে কেন্দ্র করে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত ঘটনায় ফুটবলসহ অন্যান্য টুর্নামেন্ট ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশের উপর নেতিবাচক প্রভাব পড়েছে ও ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। যা টুর্নামেন্টে অংশগ্রহণের বিধানাবলীরও সুস্পষ্ট লঙ্ঘন। বিশ্বিবদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও খেলাধুলার সুষ্ঠু পরিবেশ রক্ষার্থে চলমান ফুটবল টুর্নামেন্ট থেকে আইন বিভাগ ও মার্কেটিং বিভাগকে অব্যাহতি করা হয়েছে। গত ২০ বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আন্তঃবিভাগ গেমস সাব-কমিটির যৌথ সভায় এই সিদ্ধান্ত গৃহিত হয়।
এর আগে, গত ১৮ নভেম্বর খেলা চলাকালে স্লেজিং (কটুকথা) কে কেন্দ্র করে উভয় বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাধে। খেলা শেষে শেখ কামাল স্টেডিয়ামে সামনে হাতাহাতির এক পর্যায়ে ইটপাটকেল ছোড়াছুড়ি ও লাঠি-সোঁটার আঘাতে আইন বিভাগের শিক্ষকসহ ৫-৬ শিক্ষার্থী আহত হন। পরে রবীন্দ্রনাথ ঠাকুর ভবনের সামনে উভয় পক্ষ ফের সংঘর্ষে জড়ান। এতে উভয় বিভাগের আরও ২৫ শিক্ষার্থী আহতের ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে আহত অবস্থায় প্রায় ৩০ জন চিকিৎসা নিয়েছেন বলে নিশ্চিত করেছে। রাত ৯টার দিকে সেনাবাহিনীর সহায়তায় বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। রাতেই জরুরি সভায় এই খেলা স্থগিত করা হয়।
বিডি প্রতিদিন/আরাফাত