শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অর্থনীতি বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম।
রবিবার (২৪ নভেম্বর ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।
অফিস আদেশে বলা হয়, শাবিপ্রবির অর্থনীতি বিভাগের বর্তমান বিভাগীয় প্রধান অধ্যাপক জহীর উদ্দিন আহমেদের মেয়াদ শেষ হওয়ায় বিভাগটির পরবর্তী বিভাগীয় প্রধান হিসেবে অধ্যাপক ড. রফিকুল ইসলামকে বিশ্ববিদ্যালয় আইনের ২৯ (২) এবং প্রথম সংবিধির ৪(২) ধারা অনুসারে নিযুক্ত করা হলো। পরবর্তী ৩ বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি বিধি মোতাবেক ভাতাদি প্রাপ্য হবেন বলেও অফিস আদেশে জানানো হয়।
গত ২২ নভেম্বর বিভাগীয় প্রধান হিসাবে অধ্যাপক জহীর উদ্দিন আহমেদের মেয়াদ শেষ হওয়ায় বিভাগটির নতুন দায়িত্ব গ্রহণ করেছেন তিনি।
এ ব্যাপারে অর্থনীতি বিভাগের নবনিযুক্ত বিভাগীয় প্রধান অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, 'আগামী তিন বছর বিভাগীয় প্রধানের দায়িত্ব পালনকালে শিক্ষার গুণগত মানোন্নয়ন ও গবেষণা উদ্ভাবনে সর্বোচ্চ চেষ্টা করবো।' তিনি আরো বলেন, 'সময়মতো শিক্ষা-কার্যক্রম পরিচালনা করা ও সেশনজটের সমস্যা যাতে না হয় সেজন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।' বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগিতায় বিভাগের উন্নয়নে ভালো কিছু করতে পারবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন