বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) বাউবি গাজীপুর ক্যাম্পাসের মগ ভিলেজে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম।
এ সময় উপাচার্য বলেন, অভিভাবকদের মানবিক ও সামাজিক মূল্যবোধের মাধ্যমে সন্তানদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করার গুরু দায়িত্ব পালন করতে হবে। যাতে সন্তানেরা পড়ালেখা বাদ দিয়ে বিপথগামী না হয়। এছাড়াও শিক্ষকদের দায়িত্বশীলভাবে শিক্ষকতা করার জন্য আহ্বান জানান তিনি।
স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক ড. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাউবি উপ-উপাচার্য অধ্যাপক সাঈদ ফেরদৌস, ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তানভীর আহসান ও স্কুলের প্রধান শিক্ষক শামছুল হক খান।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এমএস