বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের পক্ষে সকল বিভাগীয় চেয়ারম্যানদের মিটিংয়ে অংশ নেয়ার নোটিশ দিয়ে বিপাকে পড়েছেন সহকারী রেজিস্ট্রার সাকিজ উদ্দিন সরকার। রবিবার সন্ধ্যায় তাকে স্ট্যান্ড রিলিজের অফিস আদেশ জারি করেছেন রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম।
সাকিজ উদ্দিন সরকারকে উপ-উপাচার্যের দপ্তরের সহকারী রেজিস্ট্রার পদ থেকে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক পদে বদলি করা হয়েছে।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কাজে গতিশীলতা আনার জন্য পুনরাদেশ না দেয়া পর্যন্ত বর্তমান দপ্তর থেকে তাৎক্ষণিক অব্যাহতি দেয়া হলো। তাকে সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক পদে প্লেসমেন্ট করা হলো।
এ বিষয়ে উপ-উপাচার্য ড. গোলাম রাব্বানী বলেন, সহকারী রেজিস্ট্রারকে স্ট্যান্ড রিলিজ দেয়া হয়েছে। আমাকে অবহিত করা হয়নি।
উল্লেখ্য গত বৃহস্পতিবার উপ-উপাচার্য অধ্যাপক গোলাম রব্বানির নির্দেশক্রমে সহকারী রেজিষ্ট্রার মো. সাজকিজ উদ্দিন সরকার স্বাক্ষরিত নোটিশে ৯ ফেব্রুয়ারি সকাল ১১টায় উপ-উপাচার্যের অফিসে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক অগ্রগতি নিয়ে একটি সভা আহ্বান করা হয়। সেখানে সব বিভাগের চেয়ারম্যানদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়।
এর প্রেক্ষিতে সকল বিভাগের চেয়ারম্যানদের উদ্দেশ্যে করে আরেকটি পাল্টা নোটিশ জারি করেন উপাচার্যর নির্দেশক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম। ওই নোটিশে উপাচার্যর নির্দেশ ও অনুমোদন ছাড়া কোনো শিক্ষককে বিষয়টি আমলে না নেয়ার জন্য অনুরোধ জানানো হয়।
বিডি প্রতিদিন/নাজমুল