রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই শিক্ষার্থীর উপর হামলা অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার নগরীর বোয়ালিয়া থানার ওসি মেহেদী মাসুদ তথ্যটি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন- দুখু মিয়া, সাফায়েত নুর ও পিয়াস হাসান প্রান্ত। দুখু মিয়া এজহারভুক্ত আসামি এবং অন্যরা অজ্ঞান আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে।
এর আগে, ১৩ ফেব্রুয়ারি নগরীর পদ্মাগার্ডেন এলাকায় সাঁকো পারাপারে টাকা তোলাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের ঝামেলা বাধে। এক পর্যায়ে মারামারির ঘটনায় আহত হন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের দুই শিক্ষার্থী হাসিম রানা ও মেহেদী হাসান ফুয়াদ। পরে তাদের রাজশাহী মেডিকেলে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় ৫ জনের নামসহ অজ্ঞান ৩০ আসামি করে নগরীর বোয়ালিয়া থানার মামলা করেন ভুক্তভোগীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, সাঁকো পারাপারে চাঁদা না দেয়ায় তাদের উপর হামলা করে স্থানীয়রা।
বিডি প্রতিদিন/আরাফাত