জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথমবারের মতো শুরু হচ্ছে তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসব। বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র সংসদের আয়োজনে অনুষ্ঠিত হবে এ উৎসব।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র সংসদের কক্ষে এক সংবাদ সম্মেলনে এ উৎসবের পোস্টার উদ্বোধন করে ঘোষণা দেন ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শাহ মোহাম্মদ নিস্তার জাহান কবির।
এসময় চলচ্চিত্র উৎসবের পোস্টার উদ্বোধনে পুরান ঢাকার ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসবকে প্রাধান্য দিতে দেখা যায়।
সংবাদ সম্মেলনে সংসদের সাধারণ সম্পাদক হাসিবুজ্জামান রিক লিখিত বক্তব্যে বলেন, আগামী ২৩, ২৪ ও ২৫ জুন তিন দিনব্যাপী জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ আরও দুটি ভেন্যুতে এই উৎসব অনুষ্ঠিত হবে। মূলত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রভিত্তিক এ চলচ্চিত্র উৎসবে এখন পর্যন্ত সারাদেশ থেকে শিক্ষার্থী ও চলচ্চিত্র নির্মাতাদের অংশগ্রহণে ৫০টির অধিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা পড়েছে। একইসাথে রেজিস্ট্রেশন এখনো চলমান রয়েছে, যার মধ্যে থেকে বিচারকদের যাচাই-বাছাই শেষে ৩৫টি চলচ্চিত্র প্রদর্শনী করা হবে।
তিনি আরও বলেন, প্রতিযোগিতা বিভাগের দুটি ক্যাটাগরিতে মোট ৪টি পুরস্কার দেওয়া হবে। বিচারক হিসেবে থাকছেন দেশের জনপ্রিয় এবং খ্যাতিমান একঝাঁক চলচ্চিত্র নির্মাতা ও সমালোচকরা। এছাড়া উৎসবে থাকছে ‘বিজ্ঞাপন চলচ্চিত্র নির্মাণ’ এবং ‘চলচ্চিত্রের সফল প্রযোজনা’র ওপর দুটি কর্মশালা, দেশের স্বনামধন্য দুজন নির্মাতা ও প্রযোজক এ কর্মশালা দুটি পরিচালনা করবেন। সাথে থাকছে দুইদিনব্যাপী উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনীও।
তিনি বলেন, শিগগিরই নির্মাতাদের আমন্ত্রণপত্র প্রেরণ, কর্মশালায় অংশগ্রহণ সহ অন্য প্রক্রিয়ার বিস্তারিত প্রকাশ করা হবে বলে। আশাকরি আমাদের প্রথমবারের এ আয়োজন সফলভাবে সম্পন্ন হবার জন্য সকলের সহযোগিতা কামনা করি।
এ উৎসবের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শাহ মোহাম্মদ নিস্তার জাহান কবির বলেন, আমাদের বিভাগে অনেক ক্রিয়েটিভ লোক আছে। আমার মনে হয় এই সমস্ত উৎসবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় বাদেও অন্য সব জায়গায় হওয়া উচিত। আমি তাদের এই কাজ দেখে অনুপ্রাণিত। তাদের শুভকামনা জানাচ্ছি।
বিডি প্রতিদিন/হিমেল