সরকারি বিধি মোতাবেক রাজশাহী দূর্গাপুর উপজেলাধীন বহরমপুর দারুল উলুম দাখিল মাদ্রাসায় শুন্য পদে ০১ (একজন) নিন্মমান সহকারী কাম কম্পিউটার অপারেটর দরখাস্ত আহব্বান করা যাচ্ছে।
যোগ্যতা:
-এইচএসসি/ সমমান
-বয়স ৩০ বছর অথবা এর নীচে
-কম্পিউটার প্রশিক্ষণ
কর্মস্থল: রাজশাহী (দুর্গাপুর)
আবেদনের শেষ তারিখ: অক্টোবর ১৯, ২০১৭
আবেদনের নিয়মাবলী: সোনালী ব্যাংক দুর্গাপুর শাখার অনুকূলে ৫০০/= (পাঁচশত) টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সুপারিনটেনডেন্ট বরাবর দরখাস্ত আহব্বান করা যাচ্ছে।
বিডি-প্রতিদিন/ ১২ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ