১০ জন টেকনিশিয়ান এর জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আল মুসলিম গ্রুপ।
চাকরির বিবরণ/দায়িত্বসমূহ: সময়ের অপচয় কমাতে একটি পদ্ধতি উন্নয়ন করা, উৎপাদনশীলতা বৃদ্ধি করা, কাজ, মোশন ও পদ্ধতি, গবেষণা, সুইং বিভাগের সিস্টেম উন্নয়ন, উৎপাদন বৃদ্ধির জন্য একটি ভাল ও মানসম্পন্ন উৎপাদন লেআউট তৈরি করা, সুইং সেকশনে উপযুক্ত লাইন ভারসাম্য রাখা।
চাকরির ধরন: ফুল টাইম
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণী/এসএসসি/এইচএসসি অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে ভাল টেকনিক্যাল জ্ঞান।
অভিজ্ঞতা: ৮ থেকে ১২ বছর, চাকরিপ্রার্থীদের যেসব ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবেঃ
Production, Floor/Line Management, Production Management (Sewing), Work Study
অন্যান্য যোগ্যতা: বয়স ২৫ থেকে ৪৫ বছর, শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবেন, অভ্যন্তরীণ উৎপাদন দলকে প্রশিক্ষিত করা।
কর্মস্থল: ঢাকা(সাভার)
বেতন সীমা: আলোচনা সাপেক্ষ
অন্যান্য সুবিধাদি: কোম্পানির নীতি অনুযায়ী
আপনার জীবনবৃত্তান্ত যেখানে পাঠাবেন- mail: [email protected]
আবেদনকারীকে অবশ্যই জীবনবৃত্তান্তের সাথে ছবি পাঠাতে হবে
আবেদনের শেষ তারিখ: ২ ডিসেম্বর, ২০১৭
বিডি-প্রতিদিন/ ১৯ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ