১ আগস্ট, ২০২০ ০২:৪৩

শাবির ল্যাবে শনাক্ত আরও ৪৭, সিলেটজুড়ে ৭৮৫৬ রোগী

নিজস্ব প্রতিবেদক, সিলেট

শাবির ল্যাবে শনাক্ত আরও ৪৭, সিলেটজুড়ে ৭৮৫৬ রোগী

প্রতীকী ছবি

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ৪৭ করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। শুক্রবার ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষায় তারা শনাক্ত হন।

বিষয়টি নিশ্চিত করেছেন জিইবি বিভাগের সহযোগী অধ্যাপক হাম্মাদুল হক জানান, শাবির ল্যাবে আজ ১৯৭টি নমুনা গ্রহণ করে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। তন্মধ্যে ৪৭ জন ব্যক্তি করোনাক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।

হাম্মাদুল হক জানান, আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জের ২৫ জন, সিলেটের ১১ জন ও হবিগঞ্জের ১১ জন রয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৮৫৬ জনে।

আক্রান্ত রোগী সিলেট জেলাতেই সবচেয়ে বেশি। এ জেলায় রোগীর সংখ্যা ৪ হাজার ২০২ জন।

সুনামগঞ্জে ১৪৯৭ জন, মৌলভীবাজারে ৯৮৬ জন ও হবিগঞ্জে ১১৭১ জন রোগী আছেন।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর