মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হোসেনপুর এলাকায় আজ রবিবার দুপুরে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় ২জন নিহত হয়েছেন। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভুষন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উপজেলার ভাটেরা রেলস্টেশনের কাছে হোসেনপুর রেলক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রেল পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন।
রেলওয়ে কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসন জানায়, ঢাকা থেকে সিলেটগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেন হোসেনপুর এলাকায় দুর্ঘটনায় পড়ে।
তবে, কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম ফরহাদ চৌধুরী জানান, মাইক্রোবাসের তিনজন যাত্রী মারা গেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বিডি প্রতিদিন/ফারজানা