সিলেট অঞ্চলে আগামী ৮-৯ দিনেও বৃষ্টি কমার সম্ভাবনা নেই। চট্টগ্রাম-বরিশালেও এই একই পরিস্থিতি থাকবে। আর ২৯ জুন পর্যন্ত এসব অঞ্চলে ভারি বৃষ্টিপাত হবে। তবে মঙ্গলবার (২১ জুন) ঢাকা, রংপুর ও রাজশাহীতে বৃষ্টি কম হওয়ার সম্ভাবনা রয়েছে।
সোমবার আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে। এছাড়াও জানানো হয়েছে, বুধবার থেকে সারাদেশে বৃষ্টি আরও বাড়তে পারে।
সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, দেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চট্টগ্রামে, ২৪২ মিলিমিটার। বরিশালে ৮৩ মিলিমিটার। আর ঢাকায় সামান্য বৃষ্টি হয়েছে। তারপরই কম বৃষ্টি হয়েছে টাঙ্গাইল ও ফরিদপুরে, ৪ মিলিমিটার। এছাড়া সিলেটে ২২ ও শ্রীমঙ্গলে ৪৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে সেখানে কোনো কোনো স্থানে বেশি বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, আগামী ২৯ জুন পর্যন্ত সিলেটে বৃষ্টি কমার কোনো সম্ভাবনা নেই। ভারি বৃষ্টি হবে বলে এই অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতির সম্ভাবনাও নেই। একই সঙ্গে চট্টগ্রাম-বরিশালে ভারি থেকে অতিভারী বৃষ্টি হবে। আর ঢাকা, রংপুর ও রাজশাহী মঙ্গলবার একদিনের জন্য বৃষ্টি কম হবে। তবে বুধবার থেকে তা ফের বাড়বে।
বিডি প্রতিদিন/আরাফাত