২৬ সেপ্টেম্বর, ২০২৩ ১৬:১০

রেললাইনে পড়েছিল যুবকের কাটা লাশ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

রেললাইনে পড়েছিল যুবকের কাটা লাশ

প্রতীকী ছবি

সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজারের লালমাটিয়া এলাকায় রেললাইনে দুই পা কাটা অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

রেলওয়ে থানার ওসি জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে আমাদের একটি টিম গিয়ে লাশটি উদ্ধার করে। আনুমানিক ৪০ বছর বয়সী এই পুরুষের মরদেহের দুই পা ট্রেনের নিচে কাটা পড়ে বিচ্ছিন্ন হয়ে গেছে।

লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রেলে কাটা পড়ে মারা যাওয়া ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানান তিনি।

বিডি প্রতিদিন/এমআই

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর