সিলেটে দ্রুতগতির বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার ফরিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুবায়ের হোসেন জুবা (৩৩) উপজেলা নুরপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত আকরাম হোসেনের ছেলে।
নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ফেঞ্চুগঞ্জের ফরিদপুর এলাকায় দ্রুতগতির একটি বাস জুবার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে জুবা বাসের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিছুক্ষণ পর হাসপাতালে তিনি মারা যান।
দুর্ঘটনায় জুবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফেঞ্চুগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান খান। তিনি বলেন, ‘ঘাতক বাসটি পুলিশ জব্দ করেছে। তবে চালককে আটক করা যায়নি। তাকে আটকের চেষ্টা করা হচ্ছে।’
বিডি-প্রতিদিন/বাজিত