জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া চৌধুরী ইয়াহিয়াকে কারাগারে প্রেরণ করা হয়েছে। আজ মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
এর আগে, সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে র্যাব-১ এর সহযোগিতায় র্যাব-৯ তাকে গ্রেফতার করে। র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিউর রহমান সোহেল জানান, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার উপরে হামলার অভিযোগে গত ২ অক্টোবর কোতোয়ালী থানায় মামলা হয় সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে।
সিলেট কোতোয়ালী থানার ওসি জিয়াউল হক জানান, র্যাব মঙ্গলবার ইয়াহিয়া চৌধুরীকে থানায় সোর্পদ করে। পরে তাকে আদালতে তোলা হলে বিচারক জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
উল্লেখ্য, ইয়াহিয়া চৌধুরী ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে লাঙল প্রতীক নিয়ে সিলেট-২ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। ওই সময় তিনি পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরামের প্রার্থী মোকাব্বির খানের কাছে তিনি পরাজিত হন। তিনি গত সংসদের বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ