চট্টগ্রামে কোচিং সেন্টারে গিয়ে অপহৃত হয়েছেন তাছমিনা আকতার নিশু নামে এক কলেজছাত্রী। অপহরণের পর তার পরিবারের কাছে মুক্তিপণ চেয়ে টাকা দাবি করেছে অজ্ঞাত ব্যক্তিরা। সোমবার সকালে নগরীর চকবাজার থানাধীন লালচান্দ সড়কে মেডিকেল ভর্তি কোচিং সেন্টারে কোচিং করে ফেরার পথে নিখোঁজ হন নিশু। এ ঘটনায় সোমবার রাতে নগরীর চকবাজার থানায় অভিযোগ করেছে নিখোঁছ ওই ছাত্রীর পরিবার।
চকবাজার থানার ওসি নিজাম উদ্দিন বলেন, ‘অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করেছে পুলিশ। সর্বশেষ তার অবস্থান চট্টগ্রামের বাইরে ছিল। তাকে উদ্ধারের জন্য চেষ্টা করছে পুলিশ।’
নিশুর ভাই রিয়াদ বলেন, প্রতিদিন সকাল সাড়ে ৮টায় কোচিং করতে যায় নিশু। ১০ টার ভেতর বাসায় চলে আসে। কিন্তু ওইদিন ঠিক সময়ে বাসায় না আসলে তার মোবাইল ফোনে কল দেয়া হলে বন্ধ পাওয়া যায়। পরে কোচিং সেন্টারের ক্লোজ সার্কিট ক্যামেরায় নিশু কোচিং করে বের হতে দেখা যায়। পরে খবর পেয়েছি কয়েকজন যুবক তাকে বার্গারের দোকানে নিয়ে গিয়ে মারধর করেছে। এরপর রাতে অচেনা নাম্বার থেকে মুক্তিপণ চেয়ে ফোন এসেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার