১০ এপ্রিল, ২০২০ ১৭:৩২

চট্টগ্রামে লকডাউনের নামে চাঁদাবাজি

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

চট্টগ্রামে লকডাউনের নামে চাঁদাবাজি

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে কিছু কিছু এলাকায় স্থানীয় উদ্যোগে চলছে ‘লকডাউন’। অভিযোগ রয়েছে এ ‘লকডাউন’কে পুঁজি করে চাঁদাবাজিতে নেমেছে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি। তারা নিত্য প্রয়োজনীয় পণ্য ও জরুরি সেবায় নিয়োজিত গাড়ি সমুহকে আটকে গণহারে চাঁদাবাজি করছে। এরই মধ্যে ‘লকডাউন’কে পুঁজি করে চাঁদাবাজি করতে গিয়ে জরিমানা গুণতে হয়েছে চট্টগ্রামের হাটহাজারীর দুই যুবক।

চট্টগ্রামের জেলা প্রশাসক ইলিয়াছ হোসেন বলেন, কথিত লকডাউনের নামে চাঁদাবাজির কোনো সুযোগ নেই। এ কাজে যারাই জড়িত হবে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।’

চট্টগ্রামের পুলিশ সুপার রশিদুল হক বলেন, ‘লকডাউনের নামে চাঁদাবাজি সহ্য করা হবে না। সুনির্দিষ্ট ভাবে এ ধরনের চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’

জানা যায়, করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় স্থানীয় উদ্যোগে এলাকা ‘লকডাউন’ করা উদ্যোগ নেয়া হয়। বাঁশ ও গাছ দিয়ে প্রতিবন্ধকতা চট্টগ্রামের হাটহাজারী, ফটিকছড়ি, সীতাকুন্ডু, বাঁশখালী, আনোয়ারাসহ বিভিন্ন এলাকা ‘লকডাউন’ করা হয়। কিন্তু এ ‘লকডাউন’কে পুঁজি করে চাঁদাবাজিতে নেমেছে স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তারা খাদ্য ও জরুরি সেবায় নিয়োজিত বিভিন্ন গাড়িকে এলাকায় প্রবেশের জন্য অনুমতি দেয়ার বিনিময়ে ৫০ থেকে ১০০ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। এমনকি চাঁদা না দেয়ায় কোথাও কোথাও পরিবহন শ্রমিকরা লাঞ্ছিত হওয়ায় ঘটনাও ঘটেছে। 

গত বৃহস্পতিবার দুপরে হাটহাজারীর ফতেয়াবাদ এলাকায় লকডাইনের নামে চাঁদাবাজি করতে গিয়ে আটক হয়েছে দুই যুবক। পরে তারা জরিমানা ও মুচলেকা নিয়ে মুক্ত হন। এছাড়া কথিত লকডাইনের নামে প্রতিবন্ধকতা সৃষ্টি ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে এমন কিছু জায়গায় উপজেলা প্রশাসন অভিযান চালিয়েছে। এরই মধ্যে কথিত লকডাউনের নামে চাঁদাবাজি ঠেকাতে পুলিশ ও উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে নির্দেশনা দিয়েছেন 
ঊর্ধ্বতন কর্মকর্তারা।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, ‘প্রত্যেক ইউনিয়নের জনপ্রতিনিধিদের লকডাউনের নামে চাঁদাবাজির বিষয়ে সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। এটাকে পুঁজি করে কেউ চাঁদাবাজি করলে সাথে সাথে প্রশাসনকে জানানোর অনুরোধ করা হয়েছে তাদের।’ 

তিনি বলেন, ‘লকডাউনের নামে চাঁদাবাজি করার সময় বৃহস্পতিবার হাটহাজারীতে দুই যুবককে আটক করা হয়। পরবর্তীতে তাদের ২০ হাজার টাকা জরিমানা করে উপজেলা প্রশাসন।’

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর