চট্টগ্রামের মীরসরাই উপজেলা সদরের একটি ফুটওভার ব্রিজের নিচে কাভার্ড ভ্যানের ধাক্কায় নুরুল আলম (৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল আলম মীরসরাই উপজেলার ৫নং ওচমানপুর ইউনিয়নের পাতাকোট গ্রামের আহমেদুর রহমানের পুত্র।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) খন্দকার বাবুল ইসলাম বলেন, ‘কাভার্ড ভ্যানের ধাক্কায় ওই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল দুটিই চট্টগ্রামমুখি ছিল। নুরুল আলমকে চাপা দেয়া কাভার্ডভ্যান আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।’
জানা যায়, সকালে নুরুল আলম তাঁর মেয়ের শশুর নেয়ামত উল্লাহ’র সঙ্গে মোটরসাইকেল যোগে ওচমানপুর থেকে সীতাকুন্ড যাচ্ছিলো। মিরসরাই সদর অতিক্রম করার সময় একটি গাড়ি চাপ দিলে মোটরসাইকেলে থাকা নুরুল আলম ছিটকে সড়কে পড়ে যান। এসময় পেছন দিক থেকে আসা দ্রুতগামী একটি কাভার্ডভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বিডি প্রতিদিন/এ মজুমদার