পাচঁটি বিষয়কে গুরুত্ব দিয়ে রেলওয়ের কন্টেইনার পরিবহন বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম বন্দর ও অন্য প্রতিষ্ঠানের বহু-পাক্ষিক বৈঠক করেছে রেলওয়ে পূর্বাঞ্চল।
মঙ্গলবার রেলওয়েস্থ সিআরবির কনফারেন্স রুমে কন্টেইনার বিষয়ে সভায় রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও বিভিন্ন ব্যবসায়ীক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্রে জানা গেছে, রেলওয়ের দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে চট্টগ্রাম বন্দর ও অন্য প্রতিষ্ঠানের কর্তাদের মধ্যে বহু-পাক্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে পাচঁটি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এর মধ্যে রয়েছে কন্টেইনার পরিবহনে রেলওয়ের সক্ষমতা, কন্টেইনার লোডিং-আনলোডিংয়ের সময়ে প্রতিবন্ধকতা (চট্টগ্রাম বন্দর ও ঢাকা আইসিটি), রেললাইন সংস্কার ও মেরামতকরণ, বিগত অর্থ বছরে কন্টেইনার পরিবহন হতে প্রাপ্ত আয়ের হিসাব পর্যালোচনা, রেলযোগে কন্টেইনার পরিবহন বৃদ্ধি ও কর্ম-পরিকল্পনাসহ নানাবিধ সমস্য-সম্ভাবনা নিয়ে দিক-নির্দেশনামূলক আলোচনা ও মতবিনিময় করা হয়েছে।
পূর্বাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. সুবক্তগীন, প্রধান যন্ত্র প্রকৌশলী (সিএমই) ফকির মো. মহিউদ্দিন, সিওপিএস মো. সালাউদ্দিন, সিসিএম মো. নাজমুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) তারেক মো. ছামস মো. তুষার, ডিআরএম (ঢাকা) সাদেকুর রহমান, এডিশনাল সিসিএম মো. মিজানুর রহমান, এডিশনাল সিওপিএস (অতি.) জাকির হোসেন, ডিসিও (চট্টগ্রাম) আনসার আলী, ডিসিও (ঢাকা) শওকত জামিল মহসিসহ রেলওয়ের বিভিন্ন দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে এই বৈঠকে ব্যবসায়ী প্রতিষ্ঠানের পক্ষ থেকে ছিলেন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডস্ট্রিজের পরিচালক শেখর রঞ্জন দাশ, বাংলাদেশ ফ্রেইট ফরোয়াডার্স অ্যাসোসিয়েশনের (বাফা) পরিচালক খায়রুল আলম সুজন, বাফার সহ-সভাপতি অমিয় শংকর বর্মন, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের বন্দর বিষয়ক সম্পাদক মো. লিয়াকত আলী হাওলাদার, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সহকারী টার্মিনাল ম্যানেজার রাজীব চৌধুরী, ট্রাফিক অফিসার (আইসিডি) মো. ইকবাল হোসেন প্রমুখ।
এছাড়া সম্প্রতি রেলওয়ের জিএম নতুন দায়িত্ব নিয়েই কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন। এসময় রেলের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় করা হয়।
বিডি প্রতিদিন/এমআই