বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজকে সামনে রেখে সমন্বয় সভা করেছে আইন শৃংখলা বাহিনীর বিভিন্ন সংস্থা। রবিবার সিএমপি’র কনফারেন্স হলে এ সমন্বয় সভা অনুষ্টিত হয়।
সমন্বয় সভায় সিএমপি’র কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, ‘দুটো চ্যালেঞ্জকে সামনে রেখে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য কাজ চলছে। কোভিড ও নির্বাচন এ দুটির বিষয় মাথায় রেখে নিরাপত্তা পরিকল্পনা নেয়া হয়েছে। এবার করোনার কারণে দর্শক মাঠে থাকবে না। যারা দলে থাকবেন তাদের সাতদিন আগে থেকে কোয়ারেন্টিন, করোনা টেস্ট করানো হবে।’
এতে উপস্থিত ছিলেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) এস. এম. মোস্তাক আহমেদ খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (সদর) আমির জাফর সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ছাড়াও বিসিবি, ফায়ার সার্ভিস, র্যাব, এপিবিএব, এন এস আই, ডিজিএফআই, বিআরটিএ, সিএমসিএইচ, বিপিডিপি, রেডিসন ব্লু, পেনিনসুলা ইত্যাদি সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিগণ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন