নগরবাসীর জন্য বিনামূল্যে ভ্যাকসিন নিবন্ধন কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। বৃহস্পতিবার দুপুরে নগরীর কোতোয়ালী থানা চত্বরে ভ্যাকসিন নিবন্ধন বুথ কার্যক্রম উদ্বোধন করেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস) শামসুল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, উপ কমিশনার (দক্ষিণ) বিজয় বসাক, অতি উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আমিনুল ইসলাম ও কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন প্রমুখ।
এ কার্যক্রম নিয়ে উপ-কমিশনার বিজয় বসাক বলেন, ‘পুলিশে প্রথম বারের মত এ কার্যক্রম চালু হয়েছে। বিনামূল্যে যে কেউ বুথে এসে ভ্যাকসিন নিবন্ধন করতে পারবে। মূলত যারা নিজে নিবন্ধন করতে পারে না তাদের কথা চিন্তা করেই এ কার্যক্রম চালু করা হয়েছে।’
কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন বলেন, ‘যাদের বয়স ৩৫ বা তার উর্ধ্বে সে সকল ব্যক্তিদের বিনামূল্যে নিবন্ধন কার্যক্রম করা হচ্ছে। সাথে টিকা কার্ড প্রিন্ট করে দেওয়া হচ্ছে। সেই সাথে ১টি করে মাস্কও দেয়া হচ্ছে। সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে চলছে নিবন্ধন কার্যক্রম।’
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন