২৬ জুন, ২০২৩ ১৭:৪৪

পানিতে ডুবে গৃহবধূ ও শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

পানিতে ডুবে গৃহবধূ ও শিশুর মৃত্যু

চট্টগ্রামের পটিয়া উপজেলায় পানিতে ডুবে এক গৃহবধূ ও বোয়ালখালী উপজেলায় এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার পৃথক পৃথক সময়ে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, পটিয়া উপজেলার স্কুলের পাশের পুকুরে গোসল করতে নামেন স্থানীয় শর দে’র স্ত্রী রুমা দে। ঘরে ফিরে না যাওয়ায় তাকে খোঁজাখুজি করা হয়। পরে পটিয়া ফায়ার সার্ভিস ও ডুবুরি দল যৌথভাবে পুকুরে তল্লাশি চালিয়ে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে।

অপরদিকে বোয়ালখালী উপজেলার বেঙ্গুরা এলাকার জব্বার সওদাগরের বাড়ির পুকুরের পাশে খেলতে গিয়ে পানিতে ডুবে তাইসীরুল নামে দুই বছর বয়সী একজন শিশুর মৃত্যু হয়েছে।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. সুদীপ কুমার চৌধুরূী জানান, খেলার ছলে পুকুরে পড়ে যায় শিশুটি। পরে পরিবারের লোকজন উদ্ধার করে হাসপাতালে আসা হয়। চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়।

বিডি প্রতিদিন/এএম

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর