চট্টগ্রামে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ সুলতান আহম্মদ নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার রাতে নগরীর ডবলমুরিং থানাধীন চালিয়াপাড়াস্থ এলাকায় এ অভিযান চালানো হয়।
র্যাব-৭ সহকারি পরিচালক নুরুল আবছার বলেন, চারিয়াপাড়া এলাকায় একটি বাসায় ফেনসিডিল মজুদ করা হয়েছে এ তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ৬১৮ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধ মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম