৬ ডিসেম্বর, ২০২৩ ২০:০৩

চমেক হাসপাতালে ওষুধ চুরির ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চমেক হাসপাতালে ওষুধ চুরির ঘটনায় মামলা

প্রতীকী ছবি

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ওষুধ চুরির ঘটনায় তিনজনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। বুধবার চমেক কর্তৃপক্ষ বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলাটি করে। আসামিরা হলেন- আজিজুর রহমান (৫০), দাউদ ইসহাক (৫২) ও সাইমন হোসাইন (৪৬)।  

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ওষুধ চুরির অভিযোগে চমেক হাসপাতালের তৃতীয় শ্রেণীর তিনজন কর্মচারীকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের দেয়া তথ্য মতে বেশকিছু চোরাই ওষুধও জব্দ করা হয়েছে।    

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশিক বলেন, হাসপাতালের সরকারি ফার্মেসি থেকে ওষুধ চুরি করে নিয়ে যাওয়ার সময় আনসারের সহায়তায় আজিজুরকে হাতে-নাতে আটক করে পুলিশ। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ বাদি হয়ে থানায় মামলা দায়ের করা হয়। তিনি বলেন, সরকারি ন্যায্যমূল্যের ফার্মেসি থেকে প্রায় ১৪ হাজার টাকার ওষুধ চুরি করে বাইরে নিয়ে যাচ্ছিল আজিজ। এর আগেও বিভিন্ন সময়ে চুরি করে বাসায় মজুত রাখা আরও ৮ হাজার টাকার ওষুধ জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে ফার্মেসি থেকে ওষুধ চুরির কথা স্বীকার করেন।   

বিডি প্রতিদিন/এএম

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর