২৮ ফেব্রুয়ারি, ২০২৪ ১৭:৪৯

ছিনতাইয়ে বাধা দেওয়ায় খুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

ছিনতাইয়ে বাধা দেওয়ায় খুন

ক্যামেরা ছিনিয়ে নেয়ার সময় বাধা দেয়ায় খুন করা হয় ফ্রিল্যান্সার ফটোগ্রাফার শাওন বড়ুয়াকে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া পাঁচ যুবক প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে এ তথ্য দেন। 

এরআগে মঙ্গলবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় টানা অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে পাঁচ যুবককে গ্রেফতার করা হয়। তারা হলেন- মুরাদ, ইমন, আলমগীর, বাহার এবং তৌহিদুল।

সিএমপি’র উত্তর জোনের অতিরিক্ত উপ-কমিশনার পঙ্কজ দত্ত বলেন, নিহত শাওন ছিলেন একজন ফ্রিল্যান্সার ফটোগ্রামার। বিয়েসহ নানান অনুষ্ঠানে ছবি তুলতেন। ঘটনার দিন মোহরার একটি ক্লাবে বিয়ের অনুষ্ঠানে ছবি তোলার কথা বলে ডেকে নিয়ে যায়। অন্যান্য আবাসিক এলাকায় আসলে অভিযুক্তরা ক্যামেরাসহ অন্যান্য মূল্যাবান জিনিস ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে শাওন তাতে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে তাকে ছুরিকাঘাত করে মালামাল ছিনিয়ে নেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর অভিযানে নামে পুলিশ। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করা হয়।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর