চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর বাংলাবাজার এলাকায় পণ্যবাহী কাভার্ডভ্যানের ধাক্কায় দুই সাইকেলআরোহীর মৃত্যু হয়েছে। বুধবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নওগাঁ জেলার আত্রাই উপজেলার নন্দনালী গ্রামের কামাল মন্ডলের ছেলে চঞ্চল মন্ডল (১৮) ও রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ছোট পাগলা গ্রামের মোহাম্মদ আবদুল জলিলের ছেলে জাহিদুল ইসলাম (১৬)। তারা কর্ণফুলী উপজেলার ইছানগর গ্রামে ভাড়া বাসায় থাকতেন।
চরপাথরঘাটার ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আবু তাহের বলেন, দুপুরে তারা তিনজন তিনজন সাইকেল চালিয়ে কর্মস্থলে যাওয়ার পথে কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। অপরজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়। কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ