৭ সেপ্টেম্বর, ২০২৪ ১৯:৩৭

চট্টগ্রামে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নে সিএনজি অটোরিকশা চালক মিলন বড়ুয়া’র (৩৬) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ইউনিয়নের জোবরা গ্রামের একটি পুকুরে তার লাশ পাওয়া যায়। নিহত মিলন রাঙ্গামাটির স্থায়ী বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে হাটহাজারীতে ভাড়া বাসায় থাকতেন।

হাটহাজারী মডেল থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য মিলনের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পুলিশ এ ঘটনায় তদন্ত শুরু করেছে। তবে নিহত মিলন মাদকাসক্ত ছিলেন বলে প্রাথমিকভাবে স্থানীয়রা জানিয়েছেন।


বিডি প্রতিদিন/এএম

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর