চট্টগ্রাম নগরের হাজেরা তজু ডিগ্রি কলেজের ৮ শিক্ষককে বরখাস্তের প্রতিবাদে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। শিক্ষার্থীদের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ছিলেন এই ৮ শিক্ষক। আর সেই কারণে সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির ছেলে মুজিবুর রহমানের ইন্ধনে তাদের সাসপেন্ড করা হয়েছে।
রবিবার (০১ ডিসেম্বর) পুরান চান্দগাঁও থানার কলেজের সামনে এ কর্মসূচি পালন করে তারা। শিক্ষার্থীরা জানান, ছাত্রদের হয়রানি-হত্যার হুমকি এবং বিভিন্ন শিক্ষকদের বাসায় গিয়ে হত্যার হুমকি দেয়া হয়েছে। এসবের পেছনে ইন্ধনদাতা হিসেবে রয়েছে সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি’র ছেলে মুজিবুর রহমান।
তারা জানান, ভিডিও কনফারেন্সের মাধ্যমে এডহক কমিটির সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসাইনকে দিয়ে এসব করিয়ে কলেজে বিশৃঙ্খলা সৃষ্টি করাচ্ছেন মুজিবুর রহমান। দ্রুত বিশৃঙ্খলা পরিস্থিতির অবসান এবং যে ৮ জন শিক্ষককে বহিষ্কার করা হয়েছে তাদের পুনর্বহাল করার দাবি জানান শিক্ষার্থীরা। এসময় কলেজে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনারও দাবি জানান তারা।
এর আগে, গত ২৪ নভেম্বর হাজেরা তজু ডিগ্রি কলেজের আটজন শিক্ষককে বিভিন্ন অভিযোগে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়। তারা হলেন- পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক কাজী মঈনুল ইসলাম, উচ্চতর গণিত বিভাগের প্রভাষক মোহাম্মদ ছাবের উদ্দীন, গণিত বিভাগের প্রভাষক মো. আবদুল্লাহ, ইংরেজি বিভাগের প্রভাষক একেএম নাজমুল হাসান, পদার্থবিদ্যা বিভাগের প্রভাষক সৈয়দ মোহাম্মদ সাখাওয়াত হোসেন, অর্থনীতি বিভাগের প্রভাষক আব্দুল্লাহ আল হাসান, রসায়ন বিভাগের প্রভাষক নুরুল আবছার ও বাংলা বিভাগের প্রভাষক মো. জমশেদ উদ্দিন চৌধুরী।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ