চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পিকআপভ্যান থেকে লুট হওয়া ১২টি গরু উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে উপজেলার ভাটিয়ারি বিএসবিএ হাসপাতাল এলাকা থেকে গরুগুলো উদ্ধার করা হয়।
এ ঘটনায় সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকার হাসনাবাদ গ্রামের বাসিন্দা তানজির হোসেন তামিম (৩২) ও মো. আনোয়ারকে (৪০) গ্রেফতার করা হয়। এর আগে, গত রবিবার রাতে বিক্রির উদ্দেশ্যে হাটে গরু নেওয়ার সময় একদল দুর্বৃত্ত গরুগুলো লুট করে নিয়ে যায়।
সীতাকুণ্ড থানার ওসি মুজিবুর রহমান জানান, গত রবিবার দিবাগত রাতে গরু ব্যবসায়ী মো. মাহফুজ আলম একটি পিকআপ ভ্যানে ১২টি গরু নিয়ে বিক্রির উদ্দেশ্যে চট্টগ্রাম যাচ্ছিলেন। গাড়িটি সোনাইছড়ির বগুলাবাজার এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত পিকআপটি আটকে গরুগুলো ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী সীতাকুণ্ড থানায় অভিযোগ দিলে পুলিশ অভিযান শুরু করে।
অভিযানের একপর্যায়ে এক দুর্বৃত্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্যমতে গরুগুলো উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার সকালে মামলা দায়েরের পর অভিযুক্তদের আদালতে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত গরুগুলো আইনি প্রক্রিয়া শেষে ওই ব্যবসায়ীকে ফেরত দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই