রাজশাহীর পবায় ফসলি জমি নষ্ট করে পুকুর খনন বন্ধের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন এলাকার কৃষকরা। আজ রবিবার সকালে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে এলাকার শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।
কৃষকদের দাবি, পবা উপজেলার বিভিন্ন এলাকায় চলছে পুকুর খননের মচ্ছব। গত দুই বছরে চার হাজার বিঘা ফসলি জমি কেটে পুকুর খনন করা হয়েছে। প্রতি বছর গড়ে দুই হাজার বিঘা ফসলি জমি কমছে শুধু পুকুর খননের কারণে। গত দুই বছরে এই উপজেলায় ৩২০টি পুকুর খনন করা হয়েছে। সর্বনিম্ন ২০ বিঘা থেকে সর্বোচ্চ ১০০ বিঘা জমিতে তৈরি করা হয়েছে পুকুর। কৃষি জমি নষ্ট করে পুকুর খনন করছে একটি সিন্ডিকেট। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চলছে পুকুর খননের কাজ। কৃষকদের পক্ষ থকে পুকুর খনন বন্ধের দাবি জানানো হলেও প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত পারিলা ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল বারী ভুলু জানান, পুলিশের সহযোগিতায় পুকুর খনন চলছে। জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় পুকুর খনন বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হলেও গত দুই মাসে শিথিলতার কারণে থেমে নেই খনন। ভূমি মন্ত্রণালয় থেকেও পুকুর খনন বন্ধে নির্দেশনা আসলেও তা মানা হচ্ছে না। এ অবস্থা চলতে থাকলে এ অঞ্চলে কৃষি জমির সংকট দেখা দেবে বলে তিনি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কৃষক ইয়ানুস মোল্লা, নূর মোহাম্মদ, আবদুর রশিদ, আবসার আলী, আবদুল কাদের, সাহেব আলী প্রমুখ।
বিডি-প্রতিদিন/৬ মার্চ ২০১৬/শরীফ