সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, পুরো সমাজই অসুস্থ হয়ে পড়েছে। তা না হলে একটার পর একটা শিশু খুনের ঘটনা ঘটতো না। গত ১২ মাসে ৩৮০টি শিশু খুন হয়েছে। তাই ব্যক্তির নয়, সমাজের বিচার হওয়া প্রয়োজন।
শনিবার বিকেলে ইডব্লিউএমজিএল- এর কনফারেন্স রুমে বাংলাদেশ প্রতিদিন আয়োজিত 'আমাদের শিশু আমাদের দায়িত্ব' শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। বসুন্ধরা গ্রুপের টিভি চ্যানেল নিউজ টুয়েন্টিফোর'র হেড অব কারেন্ট অ্যাফেয়ার্স সামিয়া রহমানের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম।
ব্যারিস্টার রুমিন বলেন, আমরা একটা বিচারহীনতার সংস্কৃতির মধ্যে দিয়ে যাচ্ছি। এ কারণেই অপরাধ বাড়ছে। শিশু হত্যাকাণ্ডের ঘটনায় দুইটি বিচার দেখেছি। এরপরও অনেক ঘটনা ঘটে গেছে। রাষ্ট্র যখন নিজেই অপরাধে জড়ায় তখন মানুষও অপরাধে লিপ্ত হয়।
পারিবারিকভাবে শিশু নির্যাতন বেড়ে যাওয়ার পেছনে অসচেতনতা ও জ্ঞানের অভাবকে দায়ী করে এ আইনজীবী বলেন, আমাদের চাহিদা অনেক বেড়ে গেছে। নিজের অজান্তে অসুস্থ প্রতিযোগিতায় জড়াচ্ছি। কোনটা প্রয়োজন আর কোনটা বাহুল্য তা বুঝছি না। অন্যের সঙ্গে তুলনা করে নিজের সন্তানকে বলছি, 'তোমাকে ১০০ পেতেই হবে।' এটা অসুস্থ প্রতিযোগিতা। এর নেতিবাচক প্রভাব সন্তানের ওপর পড়ে। শিশুদের বাংলা, ইংরেজি আর মাদ্রাসা- এই তিন মাধ্যমে পড়ানো হচ্ছে, এ কারণে শিক্ষায় বৈষম্য হচ্ছে বলে মন্তব্য করেন ব্যারিস্টার রুমিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি, পীর ফজলুর রহমান মিসবাহ এমপি, নূরজাহান বেগম মুক্তা এমপি, আমাদের অর্থনীতি'র সম্পাদক নাঈমুল ইসলাম খান, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন'র প্রধান নির্বাহী অ্যাড. এলিনা খান, উইমেন এন্ট্রারপ্রিনিয়রস অ্যাসোসিয়েশনের সভাপতি নাসরিন আউয়াল মিন্টু, রাজনীতিক শামা ওবায়েদ, নিউজ টুয়েন্টিফোর'র প্রধান বার্তা সম্পাদক শাহনাজ মুন্নী, ইন্ডিপেন্ডেন্ট টিভি'র অ্যাসাইনমেন্ট এডিটর সুলতানা রহমান, শিক্ষক ফাহিমা খানম চৌধুরী মনি, কবি মোহন রায়হান প্রমুখ।
বিডি-প্রতিদিন/১২ মার্চ ২০১৬/ এস আহমেদ