রাজধানীতে ২৪ ঘণ্টাব্যাপী সিএনজিচালিত অটোরিকশা ধর্মঘট আজ সকাল থেকে শুরু হয়েছে। সিএনজি-অটোরিকশা শ্রমিকরা এ ধর্মঘট পালন করছে।
কথায় কথায় গাড়ি রেকারিং ও জেল-জরিমানা করা যাবে না, কারাবন্দী সব সিএনজি ও অটোরিকশা চালকদের অনতিবিলম্বে মুক্তিসহ ৭ দফা দাবিতে গতকাল শনিবার এ ধর্মঘটের ডাক দেয় সিএনজি, অটোরিকশা ড্রাইভার্স ইউনিয়ন।
সিএনজি, অটোরিকশা ড্রাইভার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক কামাল আহমেদের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে ধর্মঘট পালন করা হবে।
অটোরিকশা ড্রাইভার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক কামাল আহমেদ বলেন, 'সরকারের কাছে বিভিন্ন সময় তাদের দাবিগুলো জানিয়েছেন। কিন্তু কোনো পদক্ষেপ না নেওয়ায় শনিবার সংগঠনটির যাত্রাবাড়ীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়।
সাত দফা দাবিগুলো হচ্ছে কথায় কথায় গাড়ি রেকারিং ও জেল-জরিমানা করা যাবে না, কারাবন্দী সব সিএনজি ও অটোরিকশা চালকদের অনতিবিলম্বে মুক্তি দিতে হবে, যাত্রী সেবার মান উন্নয়নের লক্ষ্যে পাঁচ হাজার সিএনজি অটোরিকশা দ্রুত চালকদের মাঝে বিতরণ করতে হবে, সরকার নির্ধারিত ২৪ ঘণ্টার ৯০০ টাকা জমা শ্রমিকদের স্বার্থ পুনর্বিবেচনা করতে হবে। এছাড়া পার্কিংয়ের ব্যবস্থা না করে কোনো নো-পার্কিং মামলা করা যাবে না, ইকোনোমিক লাইফ বৃদ্ধি করা, গাড়ি জমা ৬০০ টাকা নিতে হবে এবং শ্রম আইন মতে সব চালকদের নিয়োগপত্র-পরিচয়পত্র দিতে হবে।
বিডি-প্রতিদিন/১৩ মার্চ ২০১৬/শরীফ