অস্ত্র মামলার গ্রেফতার করা আসামিকে নির্ধারিত ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির না করায় তদন্তকারী কর্মকর্তার (আইওর) কাছে লিখিতভাবে কারণ জানতে চেয়েছেন হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে তদন্তকারী কর্মকর্তা র্যাবের এসআই মো. ফারুক ফকিরের কাছে এ বিষয়ে ব্যাখ্যা তলব করেছেন আদালত।
এক আসামির জামিন আবেদনের শুনানির সময় হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন। আদালতে আসামির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শম রেজাউল করিম। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল শহীদুল ইসলাম খান।
জানা যায়, গাজীপুরের বাঘারবাজারস্থ পুষ্টমদাম রিসোর্টের ৪০৪ নম্বর কক্ষ থেকে অস্ত্রসহ খায়রুল আলম সুজন ও সজীব আহমেদ সাকিলকে গত বছরের ২৭ ফেব্রুয়ারি গ্রেফতার করে র্যাব।
আসামি সুজনের প্যান্টের পকেট হতে দুই রাউন্ডগুলিসহ একটি পিস্তল উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনের ১৯ (ক) ধারায় জয়দেবপুর পুলিশ স্টেশনে একটি মামলা দায়ের করে। এই মামলায় ওই বছরের ১ মার্চ তাদেরকে আদালতে হাজির করা হয়। নিন্ম (বিচারিক) আদালতে আসামিরা জামিন চাইলে তা নামঞ্জুর হয়।
ওই আদেশের বিরুদ্ধে তারা হাইকোর্টে রিভিশন আবেদন করেন। ওই আবেদনে মামলার ফরোয়ার্ডিং যুক্ত করে দেয়া হয়। আগামী ৭ জুন পরবর্তী শুনানির জন্য দিন ধার্য রেখেছেন আদালত।
সহকারী অ্যাটর্নি জেনারেল শহীদুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, আটকের তিনদিন পর আসামিকে আদালতে হাজির করার কারণে তদন্তকারী কর্মকর্তাকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছেন হাইকোর্ট।
বিডি-প্রতিদিন/ এস আহমেদ