ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশের লক্ষ্যে চট্টগ্রামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক এসএমই মেলা। মূলত দেশিয় পণ্যের প্রদর্শন ও বিপণনের মাধ্যমে বাজার সৃষ্টির লক্ষ্যে এই মেলার উদ্যোগ বলে জানান আয়োজকরা।
নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে তিন দিনব্যাপি এ মেলার আয়োজন করছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। আগামী শনিবার সকাল ১১টায় মেলার উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ-জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এম এ লতিফ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
বৃহস্পতিবার বিকেলে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বঙ্গবন্ধু কনফারেন্স হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম।
এসএমই খাতকে যে কোন দেশের অর্থনীতির চালিকা শক্তি আখ্যায়িত করে মাহবুবুল আলম বলেন, চীন, জাপানসহ অনেক উন্নত দেশ এসএমই খাতে সক্ষমতা বাড়ানোর মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করেছে।
এসএমই মেলায় কৃষিজাত ও চামড়াজাত পণ্য, হস্তশিল্প, প্লাস্টিক, অটোমোবাইলস, লাইট ইঞ্জিনিয়ারিং, ক্যাবল এন্ড ওয়্যার, মেটাল সিকিউরিটি প্রোডাক্টস, স্টিল, বুটিক, হারবাল কসমেটিকস, কৃষি যন্ত্রপাতি, জুয়েলারি, পর্যটন, হজ্ব প্যাকেজ, আইটি, পলিপ্যাক গার্মেন্টস এক্সেসরিজ, খাদ্য, অফিস ইক্যুইপম্যান্ট, বিল্ডিং ডিজাইন এবং এসএমই ফাইন্যান্সিং খাতের উদ্যোক্তারা অংশ নিচ্ছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে চেম্বারের সহসভাপতি সৈয়দ জামাল আহমেদ, এসএমই মেলা কমিটির আহ্বায়ক ও চেম্বার পরিচালক মাহফুজুল হক শাহ, অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), এম এ মোতালেব, মোহাম্মদ হাবিবুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।