ভাষা সৈনিক ও এক সময়ের তুখোড় রাজনীতিবীদ অ্যাডভোকেট এমদাদুল ইসলাম আর নেই (ন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার বিকেলে নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশেষ ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। রবিবার দুপুরে তার শরীরের অবস্থার অবনতি ঘটলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পথে তার মৃত্যু হয়। আগামী সকাল ১০টায় চকবাজারে মিসকিন শাহ মাজার সংলগ্ন মাঠে প্রয়াতের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সেখানে কবরস্থানে তাকে দাফন করা হবে।
এমদাদুলের জম্ম ১৯৩৩ সালের ১৮ মে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ইমামনগরে। স্কুল জীবন থেকেই রাজনীতি সচেতন এমদাদুল ১৯৪৮ সালে জিন্নাহর ‘উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা’ ঘোষণা শুনে ৬০ থেকে ৭০ জন ছাত্র নিয়ে মিছিল বের করেছিলেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী অ্যাডভোকেট এমদাদুল ইসলাম সর্বশেষ ঐক্য ন্যাপের সঙ্গে যুক্ত ছিলেন। এর আগে তিনি গণফোরামের প্রেসিডিয়াম সদস্য ও উত্তর জেলার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। উদীচী চট্টগ্রাম জেলা সংসদের উপদেষ্টা হিসেবেও তিনি দায়িত্বে ছিলেন। এক দশক আগে প্রবীণ এই সংগঠককে সম্মাননা দেয় উদীচী।
বিডি-প্রতিদিন/২৯ জানুয়ারি, ২০১৭/মাহবুব