সিলেটের জৈন্তাপুর প্রেসক্লাবের অর্থ সম্পাদক গোলাম সরোয়ার বেলালসহ সারাদেশে কারাবন্দী সাংবাদিকদের মুক্তি এবং সাংবাদিকদের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।
বুধবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সিলেটের সাংবাদিকরা এ কর্মসূচি পালন করেন।
মানবন্ধনে বক্তারা বলেন, সরকারের সাথে পরিকল্পিতভাবে দূরত্ব সৃষ্টির লক্ষ্যে অতি উৎসাহী একটি মহল সাংবাদিকদের বিভিন্ন মামলায় জড়িয়ে হয়রানি করছে। এসব মামলার আসামি হয়ে জৈন্তাপুরের বেলালসহ সারাদেশে অনেক সাংবাদিক কারাগারে রয়েছেন। তাদের মুক্তি না দিলে সাংবাদিকরা দুর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সময় টিভির ব্যুরো প্রধান ইকরামুল কবীর, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, সাংবাদিক আবদুল কাদির তাপাদার, শাহেদ আহমদ, আবদুল হাই আল হাদী, ফয়েজ আহমদ, মঞ্জুর আহমদ, এম এ মতিন, আবদুল আহাদ প্রমুখ।
বিডি প্রতিদিন/০১ ফেব্রুয়ারি ২০১৭/হিমেল