চট্টগ্রাম মহানগরে শ্বশুর-শাশুড়ি-জামাতা মিলে ইয়াবার পারিবারিক সিন্ডিকেট গড়ে তুলেছে। এ জাতীয় একটি বড় ইয়াবা সিন্ডিকেটকে পুলিশ হাতেনাতে গ্রেফতার করেছে।
শুক্রবার সকাল সাতটায় নগরের বায়েজিদ থানাধীন চক্রেসো-কানন আবাসিক এলাকার সামনে থেকে সাত হাজার পিস ইয়াবাসহ চক্রের চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন টেকনাফের হাসান আলী (৬০), রোকেয়া বেগম (৪৫), রহিম (১৯), আনোয়ারা বেগম (৪০)।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কক্সবাজারের টেকনাফের চারজনকে সাত হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, হাসান-রোকেয়া দম্পতি রহিমের শ্বশুর-শাশুড়ি এবং আনোয়ারা রহিমের মা।
তিনি বলেন, মূলত শ্বশুর-শাশুড়ি টেকনাফ থেকে ইয়াবা নিয়ে এসে জামাতা ও বেয়াইনের মাধ্যমে নগরীর বিভিন্ন স্থানে সরবরাহ করতো। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা