বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর দালালের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৬ জনকে আটক করেছে র্যাব-৮। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহম্মেদ তাদের মধ্য থেকে ১১ জনকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর ৫ জনকে মুচলেকায় মুক্তি দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত হলো নাসরিন বেগম (৪০), জাহানারা বেগম (২৫), নার্গিস বেগম (৩০), দোলেয়ার হোসেন (৩২), ইমরান হোসেন (২০), মো. রাজীব (২২), মেহেদী হাসান রনি (২২), সিরাজুল ইসলাম (২২), জনি দাস (৩২), জাকির হোসেন মিঠু (৪০) এবং ফয়সাল হাওলাদার। দণ্ড ঘোষণার পরপরই তাদের কারাগারে প্রেরণ করা হয়।
র্যাব-৮’র উপ-অধিনায়ক মেজর খান সজিবুল ইসলাম জানান, কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে হাসপাতাল ক্যাম্পাসে বেশ কিছুদিন ধরে গোয়েন্দা নজরদারি করে আসছিল র্যাব-৮। দালালদের উপস্থিতি নিশ্চিত হবার পর বৃহস্পতিবার দুপুরে ঝঁটিকা অভিযান চালিয়ে ১৬জনকে আটক করা হয়। পরে তাদের জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।
বিডি-প্রতিদিন/শফিক