২৪ দিন বন্ধ থাকার পর বরিশাল থেকে ঝালকাঠী, পিরোজপুর ও খুলনাসহ ৭ রুটে সরাসরি বাস চলাচল ফের শুরু হয়েছে। গত সোমবার রাতে বরিশাল সার্কিট হাউজে বিভাগীয় প্রশাসনের মধ্যস্থতায় বিবাদমান বাস মালিক সমিতির নেতাদের সমঝোতা বৈঠকের পর মঙ্গলবার থেকে ফের এসব রুটে সরাসরি বাস চলাচল শুরু হয়।
বরিশাল ও ঝালকাঠী জেলা বাস মালিক সমিতির দ্বন্দ্বের জেরে গত ১৫ জুন থেকে এসব রুটে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে গিয়েছিল।
বরিশাল-পটুয়াখালী বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওসার হোসেন শিপন জানান, ঝালকাঠী বাস মালিক সমিতি ঠুনকো অভিযোগ তুলে একতরফা সিদ্ধান্তে তাদের বাস রূপাতলী টার্মিনালে আসা বন্ধ করে দেয়। বরিশালের সীমান্ত কালিজিরা সেতু সংলগ্ন রায়াপুর নামক স্থানে অস্থায়ী টার্মিনাল করে সেখানে যাত্রীদের নামিয়ে দিত। আবার বরিশালের বাস ঝাঠকাঠী জেলা সীমানায় ঢুকতে দিত না। ফলে খুলনা সহ ৭ রুটে সরাসরি বাস চলাচল বন্ধ ছিল।
শিপন জানান, গত এক বছরে ঝালকাঠী জেলা বাস মালিক সমিতি অন্তত ৭ বার একই কাজ করেছে। তারা বিভিন্ন অভিযোগ সামনে আনলেও তাদের আসল দাবি হচ্ছে ঝালকাঠী মালিক সমিতির বাসের সংখ্যা বৃদ্ধি করে বরগুনা-কুয়াকাটা রুটে চলতে দেয়া। কিন্ত জেলা সড়কের রেশিও অনুযায়ী তাদের এই দাবি অযৌক্তিক।
ঝালকাঠি জেলা বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাদুর চৌধুরী জানান, গত ১৫ জুন বরিশালের রূপাতলী বাস শ্রমিক ইউনিয়নের কতিপয় সদস্য চাঁদার দাবিতে ঝালকাঠি শ্রমিক ইউনিয়নের লাইন সম্পাদক মিলনকে মারধর করে। সে ঘটনার বিচার চেয়ে অভিযোগ দেয়া হলেও রূপাতলী বাস মালিক সমিতি বা শ্রমিক ইউনিয়ন কোনো পদক্ষেপ নেয়নি। এর প্রতিবাদে তারা তাদের সমিতির বাস রূপাতলীতে যাওয়া বন্ধ করে দিয়েছিলেন। সোমবার রাতে বিভাগীয় কমিশনারের হস্তক্ষেপে সমস্যার সমাধান হওয়ায় ৭ রুটে বাস চলাচল স্বাভাবিক করা হয়েছে বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/এনায়েত করিম