২১ সেপ্টেম্বর, ২০১৯ ১৩:৪৫

খুলনা-মোংলা রেললাইন প্রকল্পে ভূমি অধিগ্রহণে প্রায় ৭ কোটি টাকার চেক প্রদান

বাগেরহাট প্রতিনিধি

খুলনা-মোংলা রেললাইন প্রকল্পে ভূমি অধিগ্রহণে প্রায় ৭ কোটি টাকার চেক প্রদান

বাগেরহাটে নির্মানাধিন খুলনা-মোংলা রেললাইন প্রকল্পের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ১২৭ জন জমির মালিকদের মাঝে ৬ কোটি ৯৬ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে। আজ শনিবার সকালে বাগেরহাট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের মাঝে চেক বিতরণ করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। 

বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপত্বিতে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)মো. শাহিন হেসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুল ইসলাম, ফকিরহাট উপজেলা চেয়ারম্যান স্বপন দাস, শিক্ষাবিদ প্রফেসার মোজাফ্ফর হেসেন, বাগেরহাট প্রেসক্লাব সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সাধারন সম্পাদক আব্দুল তালুকদার বাকী প্রমুখ।

 

বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর