২২ সেপ্টেম্বর, ২০১৯ ২০:৩২

রাজশাহীতে বসুন্ধরা সিমেন্টের রাজমিস্ত্রি কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

রাজশাহীতে বসুন্ধরা সিমেন্টের রাজমিস্ত্রি কর্মশালা
রাজশাহীর পুঠিয়ায় ‘শৈল্পিক নির্মাণ, রাজমিস্ত্রির’ অবদান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দেশের শীর্ষ স্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা সিমেন্ট এই কর্মশালার আয়োজন করে। পুঠিয়ার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত কর্মশালায় ৬০ জন রাজমিস্ত্রি অংশ নেন।
 
কর্মশালায় স্থাপনা নির্মাণ কৌশল এবং নিমাণ সংক্রান্ত বিভিন্ন পরামর্শ উপস্থাপন করেন পুঠিয়া উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান, বাঘা উপজেলা প্রকৌশলী রতন ফৌজদার, পুঠিয়া পৌরসভার সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম। বসুন্ধরা সিমেন্টের পক্ষে বাড়ি নির্মাণ সংক্রান্ত বিভিন্ন বিষয় উপস্থাপন করেন প্রকৌশলী শহীদ হাসান।
 
বক্তারা বলেন, ধারাবাহিক গুণগতমানের জন্য বর্তমানে দেশের সবচেয়ে আইকনিক প্রকল্প পদ্মা সেতু নির্মাণ প্রকল্প, পদ্মা সেতু নদী শাসন প্রকল্প, পদ্মা সেতুর অ্যাপ্রোচ রোড, মেট্রো রেল প্রকল্প, ফাস্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প, রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প, মাতাড়বাড়ি বিদ্যুৎ প্রকল্প, পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্প, পায়রা সেতু প্রকল্প, কালনা সেতু প্রকল্প, সাসেক রোড প্রকল্প, ভুলতা ফ্লাইওভার প্রকল্প, কালশী ফ্লাইওভার প্রকল্প, রূপসা রেল সেতু প্রকল্প, রামপাল বিদ্যুৎ প্রকল্পের মতো বড় বড় প্রকল্পে বসুন্ধরা সিমেন্ট ব্যবহৃত হচ্ছে।
 
কর্মশালায় উপস্থিত ছিলেন বসুন্ধরা সিমেন্টের উইং ইনচার্জ আশিক আহমেদ, রাজশাহী বিভাগের ডিএসআই সোহেল রানা, টেকনিক্যাল সাপোর্ট প্রকৌশলী শহীদ হাসান, তৌহিদুর রহমান, আবদুর রউফ প্রমুখ।

বিডি প্রতিদিন/মজুমদার

 
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর