২২ সেপ্টেম্বর, ২০১৯ ২০:৩৭

ক্যাসিনোতে মিলল ধর্মীয় উপাসনা সামগ্রী!

অনলাইন ডেস্ক

ক্যাসিনোতে মিলল ধর্মীয় উপাসনা সামগ্রী!

ক্যাসিনো ক্লাবের সন্ধানে রবিবার রাজধানীর মতিঝিলের আরামবাগ ক্রীড়া সংঘ, মোহামেডান  ভিক্টোরিয়া ও দিলকুশা স্পোটিং ক্লাবে অভিযান চালিয়েছে পুলিশ। এসব ক্লাব থেকে টাকা ও মাদকসহ ক্যাসিনো ও জুয়ার বিপুল সরঞ্জাম জব্দ করা হয়েছে। এর মধ্যে মোহামেডান স্পোর্টিং ক্লাবটি ছিল একটু ব্যতিক্রম। 

অভিযানে দেখা যায়, মোহামেডান ক্লাবের ভেতরে দেয়ালে টানানো সনাতন ধর্মের মূর্তি। সঙ্গে রাশি গণনার শাস্ত্রীয় মন্ত্র। পাশে পূজার ঘণ্টা ও আগরবাতির দানি। রয়েছে লাল রঙের তিলক। পাশের কক্ষটি নামাজের। দেয়ালে নামাজের সময়সূচি। পাশে রাখা জায়নামাজ ও হাদিসের বই।

পুলিশ ধারণা করছে, ক্যাসিনো খেলার আগে পরে অনেক জুয়াড়ি ধর্মীয় রীতিনীতি পালন করতেন। এজন্য ক্লাবে থাকে এই আয়োজন।

সরেজমিনে দেখা গেছে, ভিক্টোরিয়া ও মোহামেডান ক্লাবের ক্যাসিনোর পাশেই পূজা ও নামাজের রুম দেখা গেছে। বিশেষ করে ক্লাবটির ভিআইপি রুমে পূজার সামগ্রী দেখা গেছে। অনেকের বিশ্বাস, খেলা শুরুর আগে ধর্মীয় আচার-রীতি মেনে খেললে ভালো করা যায়।

এর আগে, রবিবার দুপুর আড়াইটায় ক্যাসিনো ক্লাবের সন্ধানে রাজধানীর মতিঝিলের ওই চারটি ক্লাবে অভিযান চালায় পুলিশ। এ সময় নগদ টাকা, মদ, বিয়ার, জুয়া ও ডিজিটাল ক্যাসিনোর সরঞ্জাম উদ্ধার করা হয়।

বিডি-প্রতিদিন/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর