জনগণ কিন্তু বসে থাকবে না বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সরকার সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়াকে আটকে রেখে হত্যার ষড়যন্ত্র করছে। তিনি অসুস্থ। তাকে হাসপাতালে চিকিৎসা না দিয়ে তিলে তিলে মারা হচ্ছে। জনগণ কিন্তু বসে থাকবে না। এর জবাব তারা দেবে।
আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় মির্জা আব্বাস এসব কথা বলেন।
মানবিক কারণে তিনি মুক্তি পেতে পারেন, চিকিৎসা পেতে পারেন দাবি করে মির্জা আব্বাস আরও বলেন, নেত্রী অসুস্থ। উনাকে চিকিৎসার জন্য তেমন সুযোগ দেয়া হচ্ছে না— যদিও বলা হচ্ছে তিনি চিকিৎসা পাচ্ছেন। জেলখানার ভেতরে এটা চিকিৎসা নয়। দেশের মানুষ খালেদা জিয়ার মুক্তির অপেক্ষায় বসে আছে।
এ সময় আরো বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার