রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জ এলাকায় রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের রোকেয়া নামের এক নারীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত রোকেয়া নগরীর দরিখরবোনা এলাকার আবদুর রাজ্জাকের স্ত্রী।
নগরীর শিরোইল ফাঁড়ির উপ-পরিদর্শক মাহফুজুর রহমান জানান, ওই নারী রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় মোটরাসাইকেল ও অটোরিকশার সংঘর্ষ হয়। এরপর ওই নারীকে গিয়ে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন রোকেয়া বেগম নামের ওই নারী। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/মাহবুব