খালেদা জিয়ার প্যারোলে মুক্তি নয়, আদালতের মাধ্যমে তার জামিনে মুক্তির দাবি জানিয়েছেন বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ। তিনি আজ বুধবার দুপুরে সচিবালয়ে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন ও বিদেশে যাওয়ার বিষয়ে আবারও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে এ দাবি জানান।
এ ব্যাপারে হারুনুর রশীদ গণমাধ্যমকে জানিয়েছেন, আমি সংসদে যোগ দেয়ার পর খালেদা জিয়ার মুক্তির বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছি। আর ওবায়দুল কাদের দলের সাধারণ সম্পাদক-তাকে বিষয়টি জানানো হলো। খালেদা জিয়ার বয়স ও শারীরিক অবস্থা দেখে জামিনর দিকটা তারা যেন বিবেচনায় নেয়।
বিডি-প্রতিদিন/শফিক