স্ত্রী ও ১৪ মাস বয়সী সন্তানকে খুলনার রূপসা ব্রিজের উপর থেকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে হত্যা করার দায়ে স্বামী অন্তর হোসেন ওরফে রমজানকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আদালত এসময় আরও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন।
বুধবার বিকালে খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মসিউর রহমান চৌধুরী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
নিহতদের নাম স্ত্রী তৈয়েবা খাতুন এবং শিশু পুত্র আব্দুর রহিম। আদালতে সরকারি পক্ষের আইনজীবী এনামুল হক এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, ২০১৭ সালের ২৭ জুন রাতে স্ত্রীকে নিয়ে বরিশাল যাওয়ার কথা বলে তাকে রূপসা ব্রিজের উপর নিয়ে আসে রমজান। পরে রাত নয়টার দিকে স্ত্রী ও ছেলেকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে হত্যা করে। এসময় ঘটনাস্থলে উপস্থিত লোকজন রমজানকে আটক করে মারধর দিয়ে পুলিশে সোপর্দ করে।
পরে নদী থেকে নিহত স্ত্রী তৈয়েবা খাতুন এবং শিশু পুত্র আব্দুর রহিমের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত তৈয়েবার মা রশিদা বেগম বাদী হয়ে রূপসা থানায় মামলা দায়ের করেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন