আশুলিয়ায় রাস্তা পারাপারের সময় কাভার্ড ভ্যান চাপায় এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ঘাতক চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। সোমবার রাত ৮ টার দিকে আব্দুল্লাহপুর-বাইপাইল মহাসড়কের শিমুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মনোয়ারা বেগম টাঙ্গাইল জেলার সদর থানার ছনখোলা এলাকার বাসিন্দা। তিনি আশুলিয়ার জামগড়া এলাকার আয়শা ক্লোথিং কোম্পানিতে সহকারী অপারেটর হিসাবে কর্মরত ছিলেন। আটককৃতরা হলেন, চালক সামছুল আলম(৫০) টাঙ্গাইল জেলার উত্তর ডুবা এলাকার কালিহাত গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে ও হেলপার বজলুর টাঙ্গাইল জেলার গোপালপুর থানার নারুছি গ্রামের আব্দুস সামাদের ছেলে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক একরামুল জানান, রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে শিমুলতলা এলাকায় রাস্তা পারাপারের সময় কাভার্ড ভ্যানটি মনোয়ারাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক