অবিলম্বে ‘স্কুল টাইম’ দায়িত্ব পালনের পরিপত্র জারির দাবিতে বরিশালে প্রাথমিক বিদ্যালয় কর্মচারীদের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় কর্মচারী কল্যান সমিতি বরিশাল বিভাগীয় শাখার উদ্যোগে আজ সকালে নগরীর মল্লিক রোডের সিস্টার্স ডে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস। সংগঠনের বরিশাল জেলা কমিটির সভাপতি মো. জসিম মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিভিন্ন জেলা ও উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরীদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর সম্পর্কিত রিট পিটিশনের রায় বাস্তবায়ন এবং অবিলম্বে ‘স্কুল টাইম’ দায়িত্ব পালনের পরিপত্র জারির জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বিডি প্রতিদিন/হিমেল